কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দিরে সোমবার বিকেলে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর সাবেক এমডি প্রকৌশলী স্বপন সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রহুল আমিন। এসময় তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব চলছে। কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে না পারে সেই জন্য সকলকে সচেতন হতে হবে। সরকার চাই একটি উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন হউক।
এ সময় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি হারুনুর রশীদ রতন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিন কন্ট্রাক্টার, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুপক মল্লিক রাতুল, সহ অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক সহ মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং মন্দিরে আগত পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।