সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
মূলপাতাUncategorizedজুরাছড়িতে তথ্য আপার উঠান বৈঠক

জুরাছড়িতে তথ্য আপার উঠান বৈঠক

রাঙামাটির জুরাছড়ি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম, সমাজসেবা প্রতিনিধি জোতিন প্রিয় চাকমা এবং সহকারী তথ্য আপা রোকসানা আক্তার।

বৈঠকটি পরিচালনা করেন সহকারী তথ্য আপা প্রনিতা চাকমা। বক্তারা তথ্য আপার সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সহকারী তথ্য আপা রোকসানা আক্তার তথ্য সেবা কেন্দ্রের ভূমিকা তুলে ধরে বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তি সেবা পৌঁছে দিতে এ কেন্দ্র কাজ করছে।

বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি বিষয়ে নারীদের সচেতন করার ক্ষেত্রে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় উন্নয়ন কর্মী সুমন্ত চাকমা পাহাড়ে বাল্য বিবাহ রোধ ও নারী অধিকার, আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন।

এসময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম কৃষি সম্প্রসারণ বিভাগের সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরামর্শ গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব। পাশাপাশি স্থানীয় কৃষকদেরকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণে উৎসাহিত করেন।

সমাজসেবা প্রতিনিধি জোতিন প্রিয় চাকমা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments