বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীবিলাইছড়িতে চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে সভা

বিলাইছড়িতে চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষ্যে সভা

রাঙামাটির বিলাইছড়িতে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, বিলাইছড়ি কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো,তানভীর হোসেন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সেকেন্ড ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ওমর ফারুক,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা( ভা:) সুজন বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা এবং রুপকুমার কার্বারীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারী প্রতিনিধিকে উল্লিখিত সময়ে উপস্থিত ছিলেন। ১৪৩২ বঙ্গাব্দ ২ দিনব্যাপী উদযাপন, সকল জাতিগোষ্ঠী ( তঞ্চঙ্গ্যা,চাকমা, মার্মা,পাংখোয়া, ত্রিপুরা সহ স্ব স্ব জাতিসত্তার নিজস্ব পোশাকে) অর্ম্তভূক্ত করা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা এবং মেলা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

একদিন আগে ১৩ ই এপ্রিল চিত্রাংকন,ও রচনা প্রতিযোগিতা, পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল শোভা যাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments