রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের আয়োজনে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা সোমবার( ৭ এপ্রিল) সন্ধ্যায় কর্ণফুলি নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শিব মন্দিরের উপদেষ্টা,বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি পুলক চৌধুরী জানান, দীর্ঘ বছর ধরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে বাসন্তী মায়ের পূজা হয়ে আসছে। পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে।
এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস জানান উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী সহ মন্দির পরিচালনা কমিটি,উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বাসন্তী মায়ের পূজা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আসা দৈনিক শত শত ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।