বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপ্রধান খবরসাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাঙামাটির বাঘাইছড়ি  উপজেলার সাজেক এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় তিনি স্থানীয় প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন। তখন তিনি পূর্ব পরিচিত স্থানীয় প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন
এর পর বাঘাইহাট থেকে দুপুর ১টার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌছান তিনি।
সেখানে বিজিবির ক্যানাটিন সীমান্ত শৈলিতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারীর (পাড়া প্রধান) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন। সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সাজেকে অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশনা দেন। সফরের সময় সাথে ছিলেন, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম,
| এনডিসি, পিএসসি, এমফিল, মহাপরিচালক, বিজিবি
| ব্রিগেঃ জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, পিবিজিএম, এনডিসি, পিএসসি, জি+
অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা), সদর দপ্তর বিজিবি
ব্রিগেঃ জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
ব্রিগেঃ জেনারেল মোঃ ইয়াছির জাহান হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি
অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চীফ), পিলখানা, ঢাকা
| কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম
যুগ্ম সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কর্নেল সোহেল আহমেদ, উপ মহাপরিচালক (পূর্ত)
পিবিজিএম, পিএসসি, লেঃ কর্নেল মোঃ আতিফ সিদ্দিকী, বিজিওএম, পিএসসি, জি পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, বিজিবিএমএস, পিএসসি পিএস টু ডিজি বিজিবি
মোহাম্মদ আবু নোমান সরকার, অতিরিক্ত পরিচালক, এনএসআই ক্যাপ্টেন সাকিব হাসান, এডিসি টু ডিজি বিজিবি, কাজী হাফিজ আমিন, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শামস আরমান,
সিনিয়র স্টাফ অফিসার, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

প্রসঙ্গতঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ১৯৯০ সালের ১৬ নভেম্বর থেকে ১৯৯২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত বাঘাইহাটে কর্মরত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments