বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত  অটোরিকশা চালক! দিশেহারা স্ত্রী

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত  অটোরিকশা চালক! দিশেহারা স্ত্রী

চট্টগ্রাম থেকে কাপ্তাই এসে নিখোঁজ হয়েছেন এক সিএনজি চালিত অটোরিকশাচালক। এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী জেসমিন আক্তার। থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করলেও খোঁজ মেলেনি সেই চালক মো. ফারুকের (৪২)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা দুইটাই কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তিনি। এরপরই বিকেল তিনটায় অভিযান চালিয়ে সেই সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানা পুলিশ।

নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ ফারুক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের রাজামিয়া বাড়িতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ। তিনি বলেন, বৃহস্পতিবার দুইটাই ফারুকের স্ত্রী থানায় সাধারণ ডায়রি করেন। তিনি জানান, তার স্বামী বুধবার রাত ১০টায় কাপ্তাইয়ের নতুনবাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হন। এরপরই পুলিশ অভিযানে নামে। ওয়াগ্গা ইউনিয়নের বালুচর এলাকা থেকে সেই অটোরিকশাটি উদ্ধার করা গেলেও ফারুককে পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments