রাঙামাটির বিলাইছড়ির পালবার লিংক সেন্টার শিশু সদন সংস্থা পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার উদ্যোগে পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার কার্যালয়ে ১০০ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে এইসব খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার আইএনসির সভাপতি জিয়েন জং সি ভান্তে এবং পালবার লিং সেন্টার আইএনসির সাধারণ সম্পাদক মিসেস রামা সিউ।
এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য থেরো মহোদয় এবং পালবার লিং সেন্টার শিশুসদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।