খাগড়াছড়িতে সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে অস্বচ্ছল, প্রান্তিক দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক ঈদ সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আজকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে রমজান মাসে বিভিন্ন এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের ইফতার সামগ্রী প্রদান ও ইফতারের আয়োজন করা হয়েছে।
এ সময় দীঘিনালা সেনা জোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান,দীঘিনালা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।