বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে স্বাধীনতা দিবস পালন

কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস পালন

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার  (২৬ মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনি, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরে বড়ইছড়ি কর্ণফুলি  স্টেডিয়ামে সকাল সাড়ে  ৮ টায়  প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন  প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং সভাপতির বক্তব্য রাখেন।

এসময় চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল,  কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন   সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে এর আগে সকাল ৬ টায়  কাপ্তাই উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর,  বিএনপি এবং এর  অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments