রাঙামাটি বাঘাইছড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য র্যালী ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে।
বুধবার সকালে বাঘাইছড়ি বিএনপির কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা’র গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা। র্যালীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব সংগঠনের ব্যানার সহ র্যালীতে অংশগ্রহণ করেন।
পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।