চলমান তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে রাঙামাটি ফিরেছে জুরাছড়ির কাবডি দলের সদস্যরা। বুধবার সকালে রাঙামাটিতে পৌছে জাতীয় চ্যাম্পিয়ন দলটি। দলটিকে ফুল দিয়ে বরণ করে নেয় রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলায় ফিরে জেলা প্রশাসনের ফুলেল অভ্যর্থনা পেয়ে উচ্ছাসিত মেয়েরা। সংবর্ধিত করা হয় রানার্স আপ হওয়া বালক কাবাডি দলকেও।
বুধবার দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে চ্যাম্পিয়নদের অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমীন, সহকারী কমিশনার মোঃ ইয়াসিন খন্দকার, এনডিসি নাবিল নওরোজ বৈশাখ, জেলা ক্রীড়া কর্মকর্তা এস.আই.এম ফেরদৌউস আলম।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত তারুণ্য উৎসবে অনুর্ধ ১৮ কাবাডিতে রাজশাহীর জয়পুরহাটকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটির ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। মঙ্গলবার বিকালে ফাইনাল খেলায় রাজশাহী বিভাগের জয়পুর হাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাঙামাটির দলটি। চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করে বুধবার সকালে রাঙামাটি পৌছে চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ফুল দিয়ে এদের বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের অভ্যর্থনা পেয়ে উচ্ছাসিত মেয়েরা। দল নেতা রিতা চাকমা বলেন এ অভ্যর্থনা পেয়ে আমরা সবাই খুশি। আমরা আগামীতে আরো ভাল করতে চাই। চ্যাম্পিয়ন দলের সদস্য একা চাকমা, রুমা চাকমা বলেন, আমরা জাতীয় দলের হয়ে খেলে আন্তর্জাতিক পর্যায়ে কাবাডি খেলে দেশের নাম উজ্জল করতে চাই।
জেলা প্রশাসনের ফুলেল অভ্যর্থনার পাশাপাশি ছিল চ্যাম্পিয়ন দলের সৌজন্যে আয়োজন ছিল মধ্যাহ্নভোজ ও ক্রীড়া পোষাক বিতরণ। মেয়েরা যেন আগামীতে ভাল ফলাফল করতে পারে জেলা প্রশাসনের সহযোগীতা অব্যাহত থাকবে বললেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশানক মোহাম্মদ রুহুল আমীন।
জুরাছড়ি ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমার প্রচেষ্টায় বিগত সময় থেকে এ পর্যন্ত কাবাডিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি উপজেলার এ বিদ্যালয়টি। দুর্গম এলাকা থেকে উঠে আসা এসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অবদান রাখতে কাজ করছে বিদ্যালয়টি।