বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবড়থলি ইউনিয়নে জন্ম মৃত্যু নিবন্ধন কমিটি  সভা

বড়থলি ইউনিয়নে জন্ম মৃত্যু নিবন্ধন কমিটি  সভা

রাঙামাটির বিলাইছড়ি  উপজেলার বড়থলি ইউনিয়নের অফিস কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ট্যাস্কফোর্স কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বড়থলি ইউপির প্যানেল চেয়ারম্যান-জামাইয়া তঞ্চঙ্গ্যা।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব সুজন তঞ্চঙ্গ্যা, ইউপি মহিলা  সদস্য কালুতি তঞ্চঙ্গ্যা,জয়নতি ত্রিপুরা,হাঁচারু ত্রিপুরা,ওয়ার্ড মেম্বার  সুমন কান্তি, ওয়াইভার ত্রিপুরা, সত‍্যচন্দ্র ত্রিপুরা এবং  ইউনিয়ন পরিষদের চকিদার, দফাদার ও কারবারীরা  অংশ নেন।

এ সময় চেয়ারম্যান  সদস্যদের বলেন, ১ থেকে ৪৫ দিন ও ৪৫ থেকে ৩৬৫ দিনের মধ্যে  জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে যথাযথ ভাবে শতভাগ নিশ্চিত করতে হবে। এছাড়াও ইউনিয়নের সকল ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ ইউনিয়ন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments