রাঙামাটির বিলাইছিতে জাল টাকা নিয়ে একজনকে আটক করা হয়েছে। বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে উক্ত ব্যক্তির আইনি কার্যক্রম ও মামলার প্রক্রিয়াধীন চলছে ।
তার সাথে আরো কেউ জরিত আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এলাকায় অভিযান চলছে। আসামী মোহাম্মদ সাগর চট্টগ্রামের ফটিকছড়িতে হেয়াকো এলাকার বাসিন্দা।
পুলিশ জানায় বিলাইছড়ির বালাছড়ির যুদ্ধাবতী চাকমার কাছ থেকে কাঁচা সব্জি বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে বাজার করতে গেলে জাল টাকা চিহ্নিত হবার পর স্থানীয় জনসাধারণের মাধ্যমে উক্ত জাল টাকা দেওয়া ব্যবসায়ীকে আটক করেন। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিলাইছড়ি থানা পুলিশের নিকট আটককৃত ব্যক্তি কে হস্তান্তর করেন।