রাঙামাটিতে সর্বপ্রথম যন্ত্রের মাধ্যমে ধান রোপন কার্যক্রম শুরু হয়েছে। জেলার কতুকছড়ির ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা আক্তার।
ইউউনিয়ে ৫০ একর জমিতে রবি মৌসুমের বোরাে ধানের চারা রোপন করা হবে।
জেলার কৃষি পূর্নবাসন খাতের আওতায় সমলয় চাষের ব্লক প্রদর্শনী চারা রাইচ ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে ৫০ জন কৃষককে এ সুবিধা দেয়া হচ্ছে।
বুধবার সকালে হেডম্যান পাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষকদের সাথে মতবিনিময় সভায় রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, এ প্রথম রাঙামাটি জেলায় যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন পদ্ধতির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দরিদ্র কৃষকদের সমবায়ী মনোভাব গড়ে তোলা, স্বপ্ল সময়ে বোরো ধানের ফসল রোপন ও কর্তন, বোরো ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি, চাষে শ্রমিক সাশ্রয় করে উৎপাদন খরচ কমানো।
পরবর্তীতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন এবং মাড়াই কাজ করা হবে।
এ কর্মসূচির আওতায় সুফলভোগী কৃষকরা কৃষি বিভাগ থেকে ধানের বীজ, সার পাওয়ার পাশাপাশি বীজতলা তৈরি থেকে মাড়াই পর্যন্ত সার্বক্ষণিক কৃষি পরামর্শ পাবে।
রাঙামাটিতে যন্ত্রের মাধ্যমে ধান রোপন কর্মসূচি উদ্ধোধন
RELATED ARTICLES