মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীরাজবন বিহারে প্রবারনা পূর্ণিমা উদযাপন

রাজবন বিহারে প্রবারনা পূর্ণিমা উদযাপন

রাঙামাটি রাজবন বিহারে পালিত হয়েছে পবিত্র প্রবারণা পুর্ণিমা। এ প্রবারনা পুর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে চলছে দিনব্যাপী ধর্মীয় নানা আচার অনুষ্ঠান।
সোমবার সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধের পুজা, স্বর্গঘর উৎসর্গ, সীমাঘারে অধিস্থান করেন বিহারের ভিক্ষুসংঘ। পুর্ণিমা উদযাপন উপলক্ষে সকালে পঞ্চশীল গ্রহণ, সংঘদান অষ্ট পরিক্কার দান, বুদ্ধ মূর্তি দানসহ ধর্মাসভা অনুষ্ঠিত হয়।
পূন্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের। ধর্মানুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, ব্িএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড দীপেন দেওয়ান,সহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিশ্বের সকল প্রানীর সুখ কামনা করে বিশেষ প্রার্থনা সহ বিগত তিন মাসে অজান্তে নিজের খারাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে আগামীর সুন্দর দিন ও সুন্দর কাজ করার অঙ্গীকার করে বিশেষ প্রার্থনা করেন পূন্যার্থীরা।
বৌদ্ধদের কাছে এ প্রবারণা পূর্নিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পুর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা বিগত তিনমাসের বর্ষাবাস সমাপ্ত করেন। শুরু হয় মাসব কঠিন চীবর দান। এ কঠিন চীবর দানের মধ্যে দিয়ে ভিক্ষুরা বৌদ্ধ ধর্ম প্রচারে বেরিয়ে পড়েন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments