শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিখাদেম নুরুল হককে বিদায় সংবর্ধনা

খাদেম নুরুল হককে বিদায় সংবর্ধনা

রাঙামাটি কাপ্তাই বি,এফ,আই,ডি,সি জামে মসজিদের খাদেম নুরুল হক (৬৭)কে আনুষ্ঠানিকভাবে  সম্মানের  সহিত  বিদায় দেয়া হয়েছে।

শনিবার  বাদ ফজর মসজিদ কমিটি ও মুসল্লিরা দীর্ঘ  ২৭ বছর মসজিদের খেদমতের  দায়িত্ব পালন করায় তাকে  আনুষ্ঠানিক ভাবে ফুলের মালা পড়িয়ে  প্রাইভেট কার যোগে নিজ গ্রামের বাড়ি বাইশগাঁও দক্ষিণ কুল মধ্যম পাড়া মনোহরগঞ্জ, কুমিল্লা পৌঁছে দেয়া হয়।

খাদেম মো. নুরুল হক বলেন,আমি দীর্ঘ ২৭বছর যাবত বি,এফ,আই,ডি,সি জামে   মসজিদে সৎ ও ন্যায়ের সহিত আল্লাহর ঘরের খাদেমের  দায়িত্ব পালন করেছি। বয়স হওয়ার ফলে আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি  নিজ হতে দায়িত্ব ছেড়ে দিয়েছি।

আমাকে কমিটির লোকজন এবং মুসল্লীরা যে সম্মান দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে আমি এই সম্মান কখনো ভুলবো না। আপনারা  আমার জন্য দোয়া করবেন।

কাপ্তাই বি এফ,আই,ডি,সি জামে  মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী বলেন, অত্র মসজিদের খাদেম হিসেবে নুরুল হক দীর্ঘ ২৭বছর ন্যায়, নিষ্ঠা ও এখলাছের সহিত খেদমত করেছে।আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি। তাকে সম্মানজনকভাবে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আনন্দিত।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments