রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রশিক্ষণ টিলা মারিশ্যা জোনের আওতাধীন চেকপোস্টে তিনশ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষণ টিলা ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মারিশ্যা দিঘিনালা সড়কে একটি ডিসকাভার মোটরসাইকেলে আসা দুই যুবক মোঃ জমির হোসেন (২৬) ও মোঃ রিয়াদ (২৩) এর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায় আটককৃত জমির হোসেন পিতা আবুল কাসেম ও মোঃ রিয়াদ পিতা দুলাল মিয়া উভয়ের বাসা প্রশিক্ষণ টিলা চারকিলো নামক স্থানে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ টি ডিসকাভার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানাযায় আটক জমির হোসেন এর আগেও ইয়াবাসহ বেশ কয়েকবার আটক হয়ে জেলহাজতে যায়।
বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানার পুলিশ সবসময়ই জিরো টলারেন্স। তাই মাদকের বিষয়ে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরধারী ও অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।