রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহোযোগিতায় উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, বিশেষ অতিথি সাবেক পৌর কাউন্সিলর রুবেল চাকমা, সিনিয়র সাংবাদিক আব্দুল মাবুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।