বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীহুইল চেয়ার পেল কালাচান

হুইল চেয়ার পেল কালাচান

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাটের শারীরিক প্রতিবন্ধী কালাচান চাকমা।  রাইখালী ইউনিয়নের পরিষদের ভবনের ছাদের নিচে যার জীবন কেটে যার প্রতিনিয়ত।

মাঝেমধ্যে রাইখালী ফেরিঘাট এলাকায় পুরাতন ভাঙ্গা হুইল চেয়ার দিয়ে কষ্টের দিনগুলো  অতিবাহিত করতেন ভিক্ষা করে প্রতিবন্ধী কালাচান চাকমা।

দৈনিক ভিক্ষা করে যে টাকাগুলো পেতেন সেগুলো ঔষধ খরচ আর সংসারিক খরচে চলে যায় তার। জন্মসূত্রে দুইপাই অচল প্রতিবন্ধী কালাচান চাকমার।

সরকারি ভাবে দীর্ঘ বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিলেন। সেটিও বর্তমানে অকেজো হয়ে পরে আছে। তাই দৈনিক সকালে জীবনের তাগিদে ভিক্ষা করার জন্য বের হতে হয় দুই পায়ের বিভিন্ন স্থানে টায়ার বেঁধে, অনেক টা বহু কষ্টে দীর্ঘ পথ দুই হাতের উপর ভর দিয়ে চলাচল করতে হয়।

বিষয়টি ফেরিঘাটে নজরে আসে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমার।

তিনি রবিবারে তাৎক্ষণিক ভাবে প্রতিবন্ধী কালাচান চাকমাকে একটি  হুইল চেয়ার কিনে দিয়ে সহযোগিতা করেন ।

হুইল চেয়ার পেয়ে  প্রতিবন্ধী কালাচান চাকমা অত্যন্ত খুশি হয়ে বলেন দীর্ঘদিন ধরে চলাফেরা করছি বহু কষ্ট করে। আমার চলাচলের সুবিধার্থে সচেতন মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা সবুজ মারমা আমাকে একটি হুইল চেয়ার প্রধান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাকি জীবন টা হয়তো এই হুইল চেয়ারে করে ভিক্ষা করে জীবন কাটিয়ে দিতে পারবো।  এদিকে এলাকার অসহায় প্রতিবন্ধী কালাচান চাকমাকে হুইল চেয়ার প্রধান করায় এলাকাবাসীর সবুজ মারমাকে ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments