বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীতঞ্চঙ্গ্যাদের মিলন মেলা

তঞ্চঙ্গ্যাদের মিলন মেলা

রাঙামাটিতে তঞ্চঙ্গা  কল্যাণ সংস্থা,(বাতকস) রাঙামাটব সদর অঞ্চল কমিটি এবং বিটিএফডব্লিউএস কর্তৃক বার্ষিক বনভোজন ও তঞ্চঙ্গ্যা জাতির মিলন মেলা /২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার পার্বত্য জেলা রাঙামাটি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাস,খিপ্যাপাড়া ঝগড়াবিল এলাকায় এ-ই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা,প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।

অনুষ্ঠানটি বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) রাঙামাটি সদর অঞ্চল কমিটির আয়োজনে এবং বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম (BTFWS) রাঙামাটি সদর অঞ্চল কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।প্রধান অতিথি সভা শেষে তঞ্চঙ্গ্যা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাতকস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং রাঙামাটি সদর অঞ্চল কমিটির সভাপতি বিশ্বজিত তঞ্চঙ্গ্যা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রাঙ্গাবী তঞ্চঙ্গ্যা, বাতকস এর কার্যনির্বাহী কমিটির মহাসচিব ( ভা:) উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা,ভূমিদাতা উপেন্দ্র তঞ্চঙ্গ্যা,কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা, বাতকস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলী গোপাল তঞ্চঙ্গ্যা, অজিত তঞ্চঙ্গ্যা, রাঙামাটি ছাত্রাবাসের তত্বাবধায়ক রুপংকর তঞ্চঙ্গ্যা,অবসরপ্রাপ্ত ব্যাংকার ক্ষেমারঞ্জন তঞ্চঙ্গ্যা, যোগেশ তঞ্চঙ্গ্যা, অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা রত্না তঞ্চঙ্গ্যা, অজিত কুমার তঞ্চঙ্গ্যা, ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, বিধান তঞ্চঙ্গ্যা, রনজিত বিকাশ তঞ্চঙ্গ্যা।

এছাড়াও বাতকস কেন্দ্রীয় ও অঞ্চল কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম, রাঙামাটি সদর অঞ্চল কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও শতশত তঞ্চঙ্গ্যা নর-নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগদীশ তঞ্চঙ্গ্যা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments