বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীবিএনপি পন্থী মাসস কমিটির আত্মপ্রকাশ

বিএনপি পন্থী মাসস কমিটির আত্মপ্রকাশ

রাঙামাটিতে বিএনপি পন্থী মারমা সংস্কৃতি সংস্থার নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার বিকালে রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করেন।  নির্বাহী কমিটির সদস্য ৬৫জন। কার্যকরি কমিটি-২৭ জন ও উপদেষ্টা কমিটিতে ৫জন রাখা হয়েছে বলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বিগত কমিটির নানান অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এজন্যসাবেক এমপি দীপংকর তালুকদার ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে দায়ী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,মাসসের মহিলা নেত্রী লাকী মারমা,মাসসের উপদেষ্টা মংথুইপ্রু মারমা, মাসসের সাধারণ সম্পাদক উসানু মারমা নয়ন, মাসসের সহসভাপতি মুইথুইঅং মারমা,মাসসের কাউখালী সভাপতি পাইচিং মং মারমা ও মাসসের সহসভাপতি চথোয়াই প্রু মারমা প্রমুখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments