রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির দাবিতে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা
সোমবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত রাঙামাটির সাথে সারা দেশে যান চলাচল বন্ধ ছিল । শিক্ষার্থীরা রাঙামাটি শহরের বনরূপা চৌমূহনীতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন দাবীতে স্লোগান দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো ভিসি, প্রক্টর, রেজিস্টারসহ অনেক পদ খালি পড়ে আছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক কাজ করেও কোন কাজ হয়নি। এর কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।