রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সাজেক ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী পরিবারের মাঝে ২০০ জন পাহাড়ী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এবং মেজর তালুকদার অনন্ত ইবনে আলম ক্যাপ্টেন মোঃ মিসবাহ উজ্জামান উপস্থিতিতে বেতবুনিয়া,উজানছড়ি, চাইল্যাতলী , চম্পাতলী পাড়ার মধ্যে – দুইশত স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন। এতে আরো উপস্থিত ছিলেন, এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।