রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে সংস্কার কমিশনের সাথে রাঙামাটির বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের সভায় তিন পার্বত্য ( রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলা পরিষদের নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন পাহাড়ের বিশিষ্টজনরা।
সোমবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাকমা রাজা দেবাশীষ রায়, গৌতম দেওয়ান মনি স্বপন দেওয়ান, জামায়াত নেতা এড হারুনর রশিদ, এড জুয়েল দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এভাবে চলতে পারে না। দীর্ঘ ১৫ বছর জেলা পরিষদে দুর্নীতি করা হয়েছে। দুর্নীতি করে নিয়োগ বানিজ্য করা হয়েছে। জেলা পরিষদ গুলো এভাবে চলতে দেয়া যায়না। ৩৫ বছর ধরে নির্বাচন নেই। অথচ এগুলো নির্বাচিত পরিষদ হবার কথা।
তবে সভার শুরুর দিকে আমন্ত্রণ না দেওয়ায় কমিশনের প্রধানকে মতবিনিময় সভায় ঢুকতে বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে বাঙালি ছাত্ররা। এর কারণে সভা শুরু হতে প্রায় এক ঘন্টা বিলম্ব হয়।
জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সভায় এনজিও কর্মীর উপস্থিতি থাকলেও জনপ্রতিনিধির উপস্থিতি ছিল নগন্য । সভায় উপজেলা পরিষদ নিয়ে কথা বলতে আহবান করা হলেও কোন উপজেলা পরিষদের জনপ্রতিনিধি উপস্থিত ছিল না। ছিল না সাংবাদিক সংগঠনের প্রতিনিধি।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধা নেয়া ব্যাক্তিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত নেতা এড হারুনর রশীদ।