লেপ্রোসি মিশন বাংলাদেশ এর উদ্যোগে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনি, সুবিধাভোগী স্টেক হোল্ডারদের সাথে কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি শহরের কলেজ গেট এলাকার মোটেল জজ এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাক্য উজ্জল চাকমা।
কর্মশালা শুরুর আগে কুষ্ঠ রোগের লক্ষণ এবং করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন লোপ্রোসি মিশনের বাংলাদেশ এর প্রজেক্ট মেডিকেল অফিসার ডা, জীবক চাকমা।
কর্মশালায় ডাক্তার জীবক চাকমা বলেন, কুষ্ঠ রোগ নিয়ে মানুষের মাঝে আগে যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কমে আসছে। তবে এখনো কুষ্ঠরোগী পাওয়া যাচ্ছে। দুর্গম এলাকায় এ রোগী পাওয়া যাচ্ছে। এ রোগী পাওয়া গেলে লেপ্রোসী মিশন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে।
কু সংস্কারের কারণে দেখা যায় কুষ্ঠ রোগ হলে আক্রান্ত ব্যাক্তিকে সমাজ থেকে আলাদা করত হত। ভয়ে অনেকে এ রোগ হলেও প্রকাশ করে না। এতে করে রোগ বৃদ্ধি পায়। এ রোগ বাড়লে এটি চিকিৎসার পরও আক্রান্ত ব্যাক্তি পুরোপুরি সুস্থ হয় না। পঙ্গু হয়। প্রাথমিক অবস্থায় এ রোগের চিকিৎসা করা হলে এ রোগ সম্পুর্ণ ভাল হয়।
অনুভুতিহীন কোন দাগ দেখা দিলে সেটা বাড়তে থাকলে নিকটস্থ হাসপাতালে অথবা লেপ্রোসি মিশনের সাথে যোগাযোগ করতে জনপ্রতিনিধিদের অনুরোধ করেন ডা. জীবক চাকমা।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লোপ্রোসি মিশন বাংলাদেশ সিএইচটি প্রজেক্ট ম্যানেজার পরশ চাকমা বলেন বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগ পুরোপুরি নির্মূলের লক্ষ্য নিয়ে লেপ্রোসি মিশন বাংলাদেশ কাজ করছে।
কর্মশালায বক্তব্য রাখেন নানিয়াচর ইউনিয়ন চাকমা বাপ্পী চাকমা, এনজিও কর্মী আব্বাস উদ্দিন।