বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িপার্বত্য অঞ্চলে সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত

পার্বত্য অঞ্চলে সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত

তিন পার্বত্য জেলার ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন  মতবিনিময় সভা করেছে।

মঙ্গলবার  সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এ সভায় তিন পার্বত্য জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ  আইয়ুব মিয়া সভাপতিত্ব করেন।

 

এ সময় আইয়ুব মিয়া পার্বত্য চট্টগ্রামে  শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে পার্বত্য তিন জেলার জন্য সংস্কার কমিশনে আলাদা প্রস্তাবনা দেয়া হবে বলে সভায় জানান।

তিনি বলেন পার্বত্য দুর্গম এলাকা গুলোতে এখনো স্বাস্থ্য ও শিক্ষার মান্নোয়ণ হয়নি। এই এলাকায় কর্মরত যা যাতে সঠিক ভাবে মূল্যায়ন পায় তার জন্য সংস্কার কমিশন অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করবে। অন্যান্য ৬১ এলাকার চেয়ে যাতে ৩ পার্বত্য জেলাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নের দ্বার প্রান্তে পৌছানো যায় তার জন্য সংস্কার কমিশন বিভিন্ন বিষয়ের উপর প্রস্তাবনা পেশ করা হবে।

সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডঃ মোঃ হাফিজুর রহমান ভূঁঞা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রশাসক, মোঃ সহিদুজ্জামান, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তিন পার্বত্য জেলার স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন পার্বত্য জেলায় কর্মরত সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments