রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
মূলপাতাদুর্ঘটনাকাপ্তাইয়ে চাঁদের গাড়ির সাথে অটোরিকশার সংঘর্ষ আহত ৬

কাপ্তাইয়ে চাঁদের গাড়ির সাথে অটোরিকশার সংঘর্ষ আহত ৬

রাঙামাটির কাপ্তাইয়ে   চাঁদের গাড়ি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। তৎমধ্যে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৫ টার দিকে কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর   সাতমোড়ের টেক নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ট্রাফিক বিভাগের  টিআই পুলিশ পরিদর্শক সাইফুর রহমান।

সড়ক দূর্ঘটনায়  আহতরা হলেন, সিএনজি যাত্রী  কাপ্তাই বড়ইছড়ি এলাকার মংচিং মারমা, কেপিএম বারঘোনিয়া এলাকার বাসিন্দা সিএনজি চালক  সাহাবুদ্দিন ড্রাইভার, সিএনজি  যাত্রী কাপ্তাই প্রজেক্ট এলাকার মমিনুল ও ঝুমা এবং কাপ্তাই শিলছড়ি এলাকার  নবুসীমা মারমা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার নাসির উদ্দীন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও তৎমধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

প্রত্যক্ষদর্শী  চন্দ্রঘোনা ইউনিয়ন ওয়ার্ড সদস্য মো: হাসেম জানান, গাছ বোঝাই চাঁদের গাড়িটি  শিলছড়ি হতে চন্দ্রঘোনা লিচুবাগানের দিকে যাচ্ছিল। গাড়িটি কাপ্তাই সড়কের সাতমোড়ের টেক এলাকায় ক্রস করার সময়  বিপরীত থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি ও চাঁদের গাড়িতে থাকা ৬ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আমরা আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments