রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
মূলপাতাঅর্থনীতিজনগণের হাতে চাবি; জনগণই ঠিক করবে আগামীর বাংলাদেশ-সুপ্রদীপ চাকমা

জনগণের হাতে চাবি; জনগণই ঠিক করবে আগামীর বাংলাদেশ-সুপ্রদীপ চাকমা

সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ডক্টর ইউনুস দেশের জনগণের হাতে চাবি তুলে দিয়েছেন।  দেশের জনগণই ঠিক করবে তারা কিভাবে আগামীর বাংলাদেশ দেখতে চান। ১২ ফেব্রুয়ারী বর্তমান সরকার গণভোটে হ্যা পক্ষের ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে। এ ভোটে অংশ নেয়া ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে সেনা পুলিশসহ সরকারের অন্যান্য নিরাপত্তা বাহিনীরা।

শনিবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় উপদেষ্টা অব. রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

সুপ্রদীপ চাকমা বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে জনগণের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে চায়। তারই অংশ হিসেবে দেশের সকল ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ কাজ করবে সেনা পুলিশসহ সরকারের অন্যান্য বাহিনীরা।

ভোট কেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি কর্মকর্তাদের বডি ক্যামরা সংযুক্ত থাকবে।

এবার যদি সব কেন্দ্র ক্যামেরার আওতায় আনা সম্ভব না হয় তাহলে আগামী নির্বাচনে সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আসবে। সে প্রক্রিয়া করে দিয়ে যাচ্ছে এ সরকার।

সরকার ইতিমধ্যে নির্বাচনী গাড়িতে উঠে গেছে। পেছনে তাকানোর সুযোগ নেই। ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান পার্বত্য উপদেষ্টা।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পার্বত্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম,  জন প্রশাসনের যুগ্ম সচিব তৌফিক ইমান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্‌ আহাম্মদ,  রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডাক্তার নুয়েন খীসা, হেডম্যান শান্তি বিজয় চাকমা প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments