শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
মূলপাতাদুর্ঘটনাআসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে নিহত ২

আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে নিহত ২

রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় গাছ বোঝাই পিকআপ উল্টে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলা মগবান ইউনিয়নে কামিলাছড়ি এলাকা থেকে একটি পিকআপে গাছ বোঝাই করা হয়। পরে রাত ১০ টার দিকে গাছ বোঝাই পিকআপটি চিড়াই করার জন্য রাঙামাটি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণ পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এসময় তিনজন শ্রমিক পিকআপে চাপা পড়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন শ্রমিকদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মিলন চাকমা (৫০) ও সাধক চাকমাকে (৩৮) মৃত ঘোষনা করেন । এঘটনায় বিনয় চাকমা (৩৭) নামে অন্য শ্রমিক গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসব তৃষা চাকমা বলেন, সড়ক দুর্ঘটনায় রাত একটার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয় । এর মধ্যে দুজন হাসপাতালে নিয়ে আসার আগে মারা যান। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার বলেন, দুর্ঘটনার পরপরই গাড়ি চালক ও চালক সহকারী পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments