রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দূর্গম মিলনপুর গ্রামে সেনাবাহিনী পরিচালিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি।
বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় হেলিকপ্টার যোগে সীমান্ত সড়ক পরিদর্শনে করেন এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন এসময় সীমান্ত এলাকায় বসবাসরত পাঁচ শতাধিক পাহাড়ি সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। পরে তিনি সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, উপ-প্রধান, সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন।
নাসরীন সুলতানা, উপ-প্রধান (সংযুক্ত), সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন।
মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, সদস্য মহোদয়ের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), ভৌত অবকাঠামো বিভাগ,পরিকল্পনা কমিশন।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার, ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেড।
কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি, পিডি সীমান্ত সড়ক প্রকল্প, ৩৪ ইঞ্জিঃ কনঃ
ব্রিগেড।
লেঃ কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, স্টাফ অফিসার-১ (পরিকল্পনা), ৩৪ ইঞ্জিঃ কনঃ ব্রিগেড




