মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মূলপাতাপরিবেশকাপ্তাই হাতি  চলাচলের রাস্তায় বন বিভাগের  সাইনবোর্ড স্থাপন 

কাপ্তাই হাতি  চলাচলের রাস্তায় বন বিভাগের  সাইনবোর্ড স্থাপন 

হাতির  রেড জোন এলাকায়  চলাচলে  সর্তকতা অবলম্বনে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই রেঞ্জ এর পক্ষ হতে  সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

শনিবার  কাপ্তাই- আসামবস্তী সড়কের হাতির চলাচলের এলাকায় এই সাইনবোর্ড স্থাপন করা হয় বলে জানান  কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

তিনি আরোও  জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই – আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে দুইজন পাহাড়ী বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪জন আহত হয় । তাই পার্বত্য চট্টগ্রাম  দক্ষিণ বন বিভাগের  বিভাগীয় বন  কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন  নিজ উদ্যাগে  হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে  বড় বড় বিলবোর্ড বসান।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে যদি  সঠিক ভাবে চালকগণ নজর দেয়। এছাড়া হাতি হতে  সর্তকতা অবলম্বনে সামনে আরও সর্তকমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বন বিভাগ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments