বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
মূলপাতাপ্রধান খবরশতভাগ পাসের হার বজায় রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

শতভাগ পাসের হার বজায় রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিগত বছরগুলোর মতো পার্বত্যঞ্চলে ধারাবাহিকভাবে শতভাগ পাসের সফলতা  অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। এ বছর উক্ত কলেজ থেকে সর্বমোট ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এর পাশাপাশি ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান,  এ বছর বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন এবং মানবিক বিভাগের ২৮  জন পরীক্ষার্থীর মধ্যে সকলে উত্তীর্ণ হয়েছে । এছাড়াও, ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে। আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।  কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।  সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম এবং সকলের প্রচেষ্টার ফলে এমন ঈর্ষণীয় ফলাফল অর্জিত হওয়ায় সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এই সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments