পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থানের জন্য দরকার জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটাকে ফাটল ধরানো যাবে না। বিগত বছর কঠিন চীবরদান বর্জন হলেও এবার তা হচ্ছে। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাহাড়ে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে। এটি হওয়া দরকার।
কথাগুলো বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা অব রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের রাঙাপানি মিলন বিহারের ৫১ তম কঠিন চীবর দান অনুষ্ঠানে বেইন বুনন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বলেন সুপ্রদীপ চাকমা।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে এবং এটাই হওয়া দরকার।
অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সহধর্মিণী নন্দিতা চাকমা, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেস চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, মোনঘর শিশু সদনের কর্মকর্তা কীর্তি নিশান চাকমা, রাঙাপানীর প্রবীন ব্যক্তিত্ব সংগীত শিল্পী রনজিত দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বেইন বুনন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন শেষে ফানুস উড়ান পার্বত্য উপদেষ্টা সহ অন্যান্য অতিথিরা।