বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই বিজিবির দুর্গম এলাকায় শীত বস্ত্র বিতরণ

কাপ্তাই বিজিবির দুর্গম এলাকায় শীত বস্ত্র বিতরণ

শীত মৌসুমে মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম পার্বত্য এলাকা জুরাছড়ি উপজেলার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বোরবার দুর্গম সীমান্তবর্তীর অন্তত চারটি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস শীর্তাদের হাতে কম্বল তুলেন দেন। এতে অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়িতে বসবাসরত ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদ বলেন, কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণের আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments