রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ইউপিডিএফকে হুশিয়ারী করে বলেছেন যথেষ্ট হয়েছে। অনেক ছাড় দেয়া হয়েছে আর ছাড় দেয়া হবে না।
ইউপিডিএফকে অস্ত্রধারী সন্ত্রাসী উল্লেখ করে ব্রিগেড কমান্ডার বলেন,ইউপিডিএফকে এ দেশ থেকে বিতারিত হতে হবে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের তবলছড়ি কালি মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে এসে সাংবাদিকের ব্রিফিংয়ে এ কথা বলেন ব্রিগেড কমান্ডার।
তিনি বলেন ইউপিডিএফ যাদের মদদে পাহাড়ে অস্থিরতা তৈরি করছে সে দেশে চলে যেতে হবে।
ব্রিগেড কমান্ডার বলেন, একটি কুচক্রী মহল পাহাড়ে সব সময় পাহাড়ে বিভেদ তৈরি করে। এ চক্রটি পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়িতে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে ফাটল তৈরি করেছে। কিন্তু রাঙামাটিতে এ চক্রটি ফাটল তৈরি করতে পারেনি। এটি অব্যাহত থাকবে।
পাহাড় স্থিতিশীল থাকলে এখানে অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।