শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুরাছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি যক্ষাবাজার পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
রবিবার বিকালে পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যক্ষাবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসাইন সাগর এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটি ও উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
জোন কমান্ডার বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে জুরাছড়ি জোন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে।
” তিনি আরও উল্লেখ করেন, পূজা চলাকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা অনৈতিক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও পূজা উদযাপন কমিটিকে সর্বদা সতর্ক থাকতে হবে। পরবর্তীতে, জোন কমান্ডার পূজা মণ্ডপের বিভিন্ন স্থান ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি উপস্থিত সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে, জুরাছড়ি জোন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুরাছড়ি জোনের সকল হিন্দু ধর্মাবলম্বী পরিবারবর্গের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।




