খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার বিকালে রাঙামাটি জিমনেসিয়াম থেকে জেলা প্রশাসক কার্যালয় হয়ে জিমনেসিয়াম গিয়ে সমাবেশ করে।
গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দলবব্ধ ধর্ষণের শিকার হয়।
এ সময় বক্তারা, গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে তিন বাঙালী কর্তৃক ধর্ষণের শিকার হয়।
বিচারহীনতার সংস্কৃতির কারণে পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটে চলছে। বিগত সময়ে কোন ধর্ষণের ঘটনায় বিচার হয়নি। বিপরীতে ধর্ষকের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠি আদিবাসীদের ওপর জাতিগত নিপীড়ন চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধর্ষণ, দমন-পীড়ন, ভূমি বেদখলের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আদিবাসী নারীদের ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টের ওপর রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে আইনের ফাঁকে ধর্ষকরা বরাবরই পার পেয়ে যায়। এ কারণে পাহাড়ে বারবার ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন যুব সমিতির নেতা সুমিত্র চাকমা, পিসিপির নেতা রুমেন চাকমা, হিল উইমেন্স নেত্রী চন্দ্রিকা চাকমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের নেতা প্রহ্লাঅং মারমা, ত্রিপুরা স্টুডেন ফোরামের নেতা জয় ত্রিপুরা, হিল উইমেন্স নেত্রী এল চাকমা প্রমূখ।