মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাখেলাধূলাকাবাডিতে আবারো চ্যাম্পিয়ন জুরাছড়ির মেয়েরা

কাবাডিতে আবারো চ্যাম্পিয়ন জুরাছড়ির মেয়েরা

তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে রাঙামাটির ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।

এই অর্জনে জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.বায়েজীদ-বিন-আখন্দ সকল খেলোয়াড়, কোর্সদের অভিনন্দন জানিয়েছেন।
শিরোপা নির্ধারণী ম্যাচে নারী বিভাগের একপেশে ফাইনালে রাঙামাটি ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে  শিরোপা জয় করে।
কুমিল্লা জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম।
নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙামাটি খাগড়াছড়ি। ফাইনালে রাঙামাটি  তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের পুরস্কার ও ট্রোফি তুলে দেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং কুমিল্লা জেলার ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments