বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
মূলপাতাঅপরাধরাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুদক

রাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুদক

জেলা পরিষদের কর্মকর্তাদের অনুপস্থিত, টেন্ডার বানিজ্য, পদায়নে ঘুষ গ্রহণ, বিভিন্ন প্রকল্পে অনিয়ামসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান মূখ্য নির্বাহী নির্বাহী প্রকৌশলী কেউ পরিষদে উপস্থিত ছিলেন না।
জেলা পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন জেলা পরিষদের গুরুত্বপুর্ণ কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের কাজে ঢাকায় অবস্থান করছেন।
দুদক রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম সাংবাদিকদের বলেন সুনিদির্ষ্ট অভিযোগ পেয়ে তারা ঢাকা থেকে নির্দেশনা পেয়ে এ অভিযান পরিচালনা করেছেন। জেলা পরিষদ থেকে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করলে বিস্তারিত জানা যাবে।
অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যরা।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments