সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীফারুয়ায় বম জনগোষ্ঠীর সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত 

ফারুয়ায় বম জনগোষ্ঠীর সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত 

দেও—- তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে —– লুক-৬ঃ৩৮ পদ বাইবেল এ বানী সামনে রেখে  রাঙামাটির বিলাইছড়ি ফারুয়ার যমুনা ছড়িতে খ্রীস্টান ধর্মাবলম্বী  বম জনগোষ্ঠীর তৃতীয়  উৎসব আত্মীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ (BBCS) -যমুনা ছড়ি  এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা  আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এর পালক প্রধান  রেভারেন্ট দীলিপ সরকার বলেন, বহু বছর আগে ইসরাইল জাতি মিশর দেশে প্রায় ৪৩০ বছর বন্দীত্বজীবন কাটিয়েছেন। এবং সেই জাতিকে ইশ্বর উদ্বার করে তার দুগ্ধমধু প্রবাহের দেশ বর্তমান জেরুজালেমে এনেছেন। আনার পরে ২য় বিবরণ ২৮ অধ্যায় ১ থেকে ১৪ পদে এই বিষয়গুলো কথাগুলো লেখা আছে যখন তুমি পরবাসে ছিলে, বন্দীত্ব জীবন যাপন করেছো এবং সেই দেশে আমি তোমাদেরকে অনেকভাবে লালন-পালন করেছি, নিরাপত্তা দিয়েছি , প্রয়োজন মিটিয়েছি, খাবার দিয়েছি। আজকে তুমি যখন তোমার দেশে ফিরে এসেছো এদেশেও সেই তুমি জমি চাষ করছো এবং পশু চাষ করছো , তোমার ছেলে-মেয়ে হয়েছে, অনেককিছু আমি আশীর্বাদ করেছি। সুতরাং এই জমির যে ফল অগ্রীমাংশ বা দশমাংশ আমার ভাণ্ডারে তোমরা আন। সেই নিমিত্ত প্রভুর একটা নির্দেশ এবং পরামর্শ ইসরাইল জাতিকে দেওয়া হয়েছে । যেহেতু আমরা খ্রীষ্টিয়ান আমরা আত্বীক ইসরাইল বলি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, সেই উৎসব পরমপরায় চলে আসছে। তিনি আরও বলেন, এখানে যমুনাছড়িতে যে সমস্ত খ্রীষ্ট ভক্ত বাস করেন তারা অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এখানে তারা জুম চাষ করছেন, ভূট্টা চাষ করছেন , শাক-সবজি চাষ করছেন, পশু পালন করছেন এবং এই পালন করতে গিয়ে তাদের অনেক বিপদ আপদে পরতে হয়। ‍যদিও তারা প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করেছে , প্রভু তুমি যদি  আমার শস্য, আমার পশু সম্পদ এবং আমার ছেলে-মেয়েকে, আমার এই জুমচাষ করতে গিয়ে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করো তাহলে আমি আমার ফসলের প্রথম শস্য তোমার সেই ভাণ্ডারে এবং চার্চে আনবো। আজকে সেই নিমিত্ত তারা পালকবৃন্দের উপস্থিতিতে  তাদের প্রথম ফসলের সংগৃহীত শস্য  কুমড়া  ,ধান, ভূট্টা, সবজী এবং বিভিন্ন প্রকারের ফলমূল এনেছে এভাবে আমরা শস্য উৎসব পর্ব পালন করেছি। যেটা আদিতে আমাদের আদি পুরুষগণ করে গেছে। ইশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য আজকে এইদিনে আমরা সেটা করছি।

এছাড়াও বক্তব্য রাখেন   আঞ্চলিক ব্যাপ্টি চার্চ সংঘ  রেভা: জৌলিয়ান বম,খাগড়াছড়ি পার্বত্য জেলা, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ ( সেন্টার পাস্টর) রেভা:জগৎ ত্রিপুরা,কুক্যাছড়ি ব্যপ্টিষ্ট চার্চ পাষ্টর : পাইথুই খিয়াং,রাঙামাটি পার্বত্য জেলা ( সেন্টার পাষ্টর) বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ পাষ্টর: জাকারিয়া পাংখোয়া, বাংলাদেশ ব্যাপ্টষ্ট চার্চ সংঘ ( কাউন্সির) মি: থুইসাপ্রু খিয়াং, যমুনা ছড়ি ব্যাপ্টিষ্ট চার্চ পালক নেইডি পাংখোয়া এবং রেভা:রবার্ট বম। এবং নিজ নিজ চার্চে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার  মালসম বম, হেডম্যান রিনলম বম পালম, জুয়েল রি বম,এলসি বম সহ পাড়া সকল বম জনগোষ্ঠী। এছাড়াও  যমুনা ছড়ি প্রেষ্টবাইটেরিয়ান চার্চ বাংলাদেশ ( PCB), ইভ্যান জিলিকাল চার্চ অফ বাংলাদেশ ( ECB),বাংলাদেশ খ্রিস্টিয়ান চার্চ( BCC) বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চেও( BBC) একইভাবে পালন করা হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশে সবচেয়ে ১০ আদিবাসীর মধ্যে রয়েছে  বম জনগোষ্ঠীর স্থান  নবম। তাদের  রয়েছে নিজস্ব ভাষা ও বর্ণমালা। বসবাস করে বান্দরবান জেলার রুমা থানছি,  রোয়াংছড়ি ও সদর থানায় এবং রাঙাম্টব জেলার  বিলাইছড়িতে।তাদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। বর্তমানে বাংলাদেশে বম উপজাতী জনসংখ্যা প্রায় ১২,৫০০। অর্থাৎ দেশের মোট উপজাতি / আদিবাসীর জনসংখ্যার ০.৮ শতাংশ হলো বম জনগোষ্ঠীর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments