রাঙামাটির বাঘাইছড়িতে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম ইশতিয়াক হোসেন সায়মন (১৩)। সে ওই এলাকার শরীফ উদ্দিনের ছেলে এবং বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার সকালে বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সায়মন তাদের বাড়ির সামনে কাচালং নদীর পাশে পাহাড়ি ঢলের জলাবদ্ধ পানিতে নেমে সাঁতার শিখতে যায়। এতে হঠাৎ পানিতে ডুবে যায় সে। এরপর জাল দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।