সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
মূলপাতাঅপরাধলংগদুতে গাঁজাসহ যুবক আটক

লংগদুতে গাঁজাসহ যুবক আটক

চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় গাঁজা দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিত সোনাই মালাদ্বীপ এলাকার বাসিন্দা মোঃ আজিজুল ইসলাম (৩৪) পিতা নুর ইসলাম ।

মাদক কারবারীর সোনাই ২ নং ব্লক (মালাদ্বীপ) মাইনিমুখ ইউনিয়নের, লংগদু উপজেলার বাড়ী হতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

বৃহস্পতিবার   সেনাবাহিনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পায়, সোনাই মালাদ্বীপ এলাকায় ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্যবসায়ী আজিজুল ইসলাম স্থানীয় গাজা সেবনকারী ও বিপথগামী নেশাখোর  যুবকদের কাছে গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে।

উক্ত বিষয়টি ভারপ্রাপ্ত জোন টু আইসি এবং দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন অবগত হয়ে জোন কমান্ডার কে জানান।

জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর তত্ত্বাবধানে একটি বিশেষ টহল দল নিয়ে ওয়ারেন্ট অফিসার আল আমিন সন্দেহজনক সোনাই মালা দ্বীপ এলাকায় আনুমানিক ১০৩০ ঘটিকার সময় পৌঁছান এবং গাজা ব্যবসায়ী আজিজুল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে  পলায়নের চেষ্টা করলে টহল দলটি আজিজুল কে ধরে ফেলে। তার বসত ঘরে হতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য   ২ লক্ষ টাকা। পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য গাঁজাসহ গাজা ব্যবসায়ী আজিজুল কে লংগদু থানা পুলিশের প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়।

এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments