রাঙামাটির লংগদু মাইনী মুখ বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকান পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাইনী মূখ বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকান পরিদর্শনে শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমটির অফিস কক্ষে আসেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা পরিষদ চেয়ারম্যান মাইনীমূখ বাজার ঘুরে ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগীতা করার ঘোষণা দেন।
শেষে বন্যাদূর্গত ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার আনুমানিক আড়াইটায় বাজারের লঞ্চঘাট একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়। এতে ৫টি দোকান একটি পান্জেগানা মসজিদসহ ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে বাজার সভাপতি আবুল কাসেম জানান প্রাথমিক ভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়।