রাঙামাটির কাপ্তাইয়ে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ -এ- মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতি প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া’র সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের দাতা খোরশেদুল আলম কাদেরী ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির,সহকারী শিক্ষক রাসেল খানের এর পরিচালনায় এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আবু সালেহ মোঃ জাফর, সহকারী শিক্ষক লুবনা আক্তার কলি,সজিব নাথ সহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।