বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই কাদেরী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

কাপ্তাই কাদেরী উচ্চ বিদ্যালয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

রাঙামাটির কাপ্তাই  বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে”কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে এ ক্লাবের  উদ্বোধন করেন  স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী।
এ সময় তিনি বলেন, এই ক্লাবটি কাপ্তাইয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, যেখানে তারা ভাষা ও সংস্কৃতির ওপর দক্ষতা অর্জন করে নিজেদেরকে আরও যোগ্য ও বহুমাত্রিক করে তুলতে পারবে। এই উদ্যোগ কাপ্তাইয়ের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।

প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া’র সভাপতিত্বে  এবং সহকারী শিক্ষক (ইংরেজি) আবুল মনসুর এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য ইঞ্জিনিয়ার বর্ণ বিকাশ তনচংগ্যা, সহকারী প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির,সিনিয়র শিক্ষক আবু সালেহ মোহাম্মদ জাফর , সহকারী শিক্ষিকা লুবণা আহমেদ কলি,সহকারী  শিক্ষক রাসেল খান, সজীব নাথ প্রমূখ। এ সময় বক্তারা বলেন,  সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি এবং ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করতে কাজ করবে, যা তাদের আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করবে। এই উদ্যোগ কাপ্তাইয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা বিকাশের সুযোগ তৈরি করবে। এটি ভাষা দক্ষতা বৃদ্ধি,শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ব্যবহার ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় কার্যকর যোগাযোগের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা পূরণ করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments