সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
মূলপাতাঅপরাধটিলা কর্তনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টিলা কর্তনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। অথচ এখনো অসাধু ব্যক্তিরা লাভের আশায় এ ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে।

এ ধরনের অপরাধ দমনে রোববার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া টিলা কর্তনের দায়ে মনির হোসেন ও রহিম নামের দুই ব্যক্তিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন,লংগদু উপজেলায় পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় সবার আগে স্থানীয় জনগণকেই এগিয়ে আসতে হবে এবং পাহাড় ও টিলা কাটার ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, নদী-খাল ভরাট, বনভূমি ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাসসহ দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব পড়তে পারে। লংগদুর মতো পাহাড়ি উপজেলায় টিলা কর্তনের ফলে বর্ষাকালে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে, যা সরাসরি মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি করছে।
ইউএনও জাহাঙ্গীর হোসেন স্থানীয় জনগণকে সতর্ক করে বলেন,অবৈধভাবে পাহাড় কর্তনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে। পরিবেশ বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে টিলা কর্তন বন্ধ করতেই হবে।”

তিনি আরও বলেন,লংগদু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এলাকাবাসীকে এ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ অবৈধ টিলা কর্তনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments