সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীতঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ৪র্থ সভা, কেন্দ্রীয় বিষু উৎসব উদযাপন কমিটির পুনর্মিলনী ও বাতকস গণতন্ত্র সংস্কার উপ – কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে  বান্দরবান জেলার রেইচা সাতকমল পাড়া কমিউনিটি সেন্টারে এই সভা হয়। শুরুতে রেইচা শিল্পী-গোষ্ঠীর নৃত্য পরিবেশনায় মধ্যে সভা সূচনা করা হয়।

সভায় বাতকস্ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি মিলন প্রফেসর (অ:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, যুগ্ন সম্পাদক বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক নাজিব কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাপ্পী তঞ্চঙ্গ্যা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রত্নজয় তঞ্চঙ্গ্যা, গোপাল তঞ্চঙ্গ্যা,আনন্দ তঞ্চঙ্গ্যা, বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা,বাবুল তঞ্চঙ্গ্যা,সুজর্জ তঞ্চঙ্গ্যা,অপুর্ব কুমার তঞ্চঙ্গ্যা,  ছোটন তঞ্চঙ্গ্যা, নমিতা তঞ্চঙ্গ্যা, লেখক- চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা,জ্ঞান রানী তঞ্চঙ্গ্যা,বেলক কুমার তঞ্চঙ্গ্যা,দীপন জয় তঞ্চঙ্গ্যা,দীপ্তিময় তঞ্চঙ্গ্যা, সুনীল তঞ্চঙ্গ্যা (কার্বারী), ভাগ্য লাল তঞ্চঙ্গ্যা। সভায় বিগত সভার সিদ্ধান্ত, বিষু উদযাপনের আয়-ব্যায় হিসাব, গঠন তন্ত্র সংস্থার অগ্রগতি  ,বার্ষিক কর্ম পরিকল্পনা ও ঘিলা খেলা এবং সাংস্কৃতিক টীমদের সুবিধা-অসুবিধা এবং  বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৮৩ সনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি গঠন করা হলে বিগত ২৬ এপ্রিল ২০২৪ ইং তারিখে কাপ্তাই উপজেলায় ওয়াগ্গাতে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা’র ( বাসকত্) এর মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। তা পরে বুধবার ২২ আগস্ট ২০২৪ ইং পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে  ১১ অক্টোবর ২০২৪ ইং বান্দরবান জেলার বালাঘাটা বৌদ্ধ বিহারে, ১০ জানুয়ারি ২০২৫ ইং রাঙামাটির বার্গীলেকে এবং ০৭ মার্চ ২০২৫ ইং টং ইকো রিসোর্টে  ৫ সেপ্টেম্বর ২০২৫ ইং রেইচা সতকমল পাড়ার কমিউনিটি সেন্টারে  সভা অনুষ্ঠিত হলো। মূলত: এ সংস্থা  তঞ্চঙ্গ্যা জাতির ভাষা, সংস্কৃতি সুরক্ষায় কাজ করছে। এটি একটি সামাজিক এবং অরাজনৈতিক সংস্থা।  বাংলাদেশে প্রায় ৪৫ টি আদিবাসীর মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বা জাতি হলো একটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments