বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতি তে দলীয় কার্যলয় থেকে শুরু করে পৃথক পৃথক র্যালি বের হয়, র্যালি গুলো উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম সামনে এসে শেষ হয়,পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দীপন তালুকদার দীপু, সভাপতি, রাঙ্গামাটি জেলা বিএনপি
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: মামুনুর রশীদ মামুন, সাধরণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি,
বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক
রহমত উল্লাহ খাজা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশোভন দেওয়ান আগা, সহ-সভাপতি, রাঙ্গামটি জেলা বিএনপি, আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, সহ-সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি ও সভাপতি বাঘাইছড়ি পৌর বিএনপি
সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি,
এস.এম শফিউল আজম, সভাপতি, রাঙ্গামাটি পৌর বিএনপি, দেব জ্যোতি চাকমা, যুগ্ন সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি মোঃ জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি।