শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকর্ণফুলী  কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

কর্ণফুলী  কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

রাঙামাটির কাপ্তাই  কর্ণফুলী সরকারি  কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে ভোগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন বলেন, ়আজ শুক্রবার বেলা সাড়ে  ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি   চট্টগ্রাম ন্যাশনাল   হাসপাতালে  ইন্তেকাল করেন।

এদিকে আজ বাদে মাগরিব কাপ্তাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এ মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে বলে জানান তাঁর পরিবারের সদস্যরা। সেখানে তাঁর দ্বিতীয় জানাযা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী মা, স্ত্রী, ১ ছেলে এবং ২ মেয়ে রেখে গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments