সোমবার, আগস্ট ১৮, ২০২৫
মূলপাতাকৃষিলংগদুতে মৎস্য সপ্তাহে পোনা অবমুক্ত

লংগদুতে মৎস্য সপ্তাহে পোনা অবমুক্ত

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাঙামাটির লংগদুতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সপ্তাহের প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্য খামারিদের পুরস্কৃতকরণ ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।

সকালে ব্যানার-ফেস্টুনসহ র‌্যালি শেষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহা নেওয়াজ চৌধুরী, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা ইখলাস মিয়া খান,সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মৎস্য সেক্টরে অবদান রাখার জন্য তিনজন সফল মৎস্য খামারিকে পুরস্কৃত ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্থানীয় জলাশয়ে প্রায় ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও জাহাঙ্গীর হোসেন। এছাড়াও মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। অভয়াশ্রম সৃষ্টি ও সঠিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ হলে দেশীয় প্রজাতির মাছ রক্ষার পাশাপাশি উৎপাদন বাড়বে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments